কমলনগর প্রেসকাবের নতুন কমিটি গঠিত
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বিভিন্ন দৈনিকে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন কমলনগর প্রেসকাবের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়। আগামী মেয়াদের পূর্নাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছে, সভাপতি- এম.এ মজিদ (দৈনিক খবর),সহ সভাপতি-ছাইফুল্লাহ হেলাল (দৈনিক জাতীয় নিশান),সাধারন সম্পাদক-কাজী ইউনুছ (দৈনিক ইনকিলাব),সহ সাধারণ সম্পাদক-আমানত উল্লাহ (দৈনিক ডেসটিনি/দৈনিক মধুমালতি), অর্থ সম্পাদক-মাকছুদের রহমান (দৈনিক আল চিশত), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক- সানা উল্লাহ সানু (দৈনিক নয়াদেশ/ দৈনিক ভিশন), মোখলেছুর রহমান ধনু (দৈনিক দিনকাল/ দৈনিক ভোরেরমালঞ্চ),র্নিবাহী সদস্য- নুর আলম ফয়েজ (দৈনিক খবরপত্র),মাইন উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), আবছার উদ্দিন রাসেল (দৈনিক উপকুল প্রতিদিন)। নতুন কমিটিকে উপজেলার সকল রাজনৈতিক,সামাজিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।